স্নিগ্ধ হাওয়ার নারী

স্নিগ্ধ হাওয়ার নারী
শাব্বির আহাম্মেদ রাকিব
শীত যেন এক স্নিগ্ধ নারী
ইস্পাতের মতো দৃঢ় তার দৃষ্টি,
ক্যানভাসের মুখ ছাপিয়ে
যার চোখ তাকিয়ে থাকে দূরের দিকে।

তার ঠোঁটে লেগে আছে
পুরোনো ফুলের গন্ধ,
বইয়ের পাতার ভাঁজে চাপা পড়া
করুণ সৌন্দর্যের স্মৃতি।

তার চুল সাদা হাওয়ার মতো
খোলা আকাশে মুক্তভাবে দুলে ওঠে
কোনো বন্ধনের প্রয়োজন হয় না।

তার হাসিতে ধরা দেয় ভালোবাসা
তবু তার চেয়েও প্রবলভাবে
অনুভূত হয় তার জমে থাকা উষ্ণতা।
নবীনতর পূর্বতন