একদিন


একদিন আমি খুঁজে পাবো         নীল আকাশের বুকে তারা 
দিনের আলোয় রাত খাবো        এ জীবন মৃত্যুতে ভরা 

তুমি ভয় পাও অজানাকে           রাত ভর দেখো দুঃস্বপ্ন
আমার রাতের ঝাঁপি থাকে         তারা ভরা, সারা দিন মগ্ন 

তুমি ধাওয়া করো দুনিয়াকে        আমি খুঁজি ছোট ছোট সুখ 
সুখ বলে ডাকো আজ যাকে       আয়নায় চেনো না সে মুখ

এই খেলা বরাবরই সোজা          মা’র চোখে শিশু দেখে তারা 
মিথ্যে খাবারে মুখ গোঁজা           আজন্ম তুমি সুখ হারা 

যতো গুলো তারা ওই আকাশে     তারো বেশি সুখে আমি ভাসি 
লাফালাফি শেষ, তুমি ফ্যাকাসে   তারা বুকে ধরে আমি হাসি
 
একদিন তোমাকে শোনাবো        মুক্তি পাগল জয় গান
তারা জ্বলা আকাশ ভরাবো       পুন্য নেশায় নীল প্রাণ।। 

একদিন
~ জেহান আলী, ২০২১ 
ছবি: মহুয়া ঘোষ


নবীনতর পূর্বতন