আজ প্রকাশিত হলো আমাদের দ্বিতীয় মুদ্রিত সংখ্যা। পত্রিকাটির দ্বিতীয় সংখ্যায় পাঠকরা পাবেন নতুন কবিতা, গল্প, প্রবন্ধ ও চিন্তাঋদ্ধ সাহিত্য সামগ্রী।
একই সঙ্গে আজ থেকে ব্যবহার করা যাবে সাহিত্যনামা মোবাইল অ্যাপ, যা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সহজে ডাউনলোডযোগ্য। অ্যাপের মাধ্যমে পাঠকরা অনলাইনে নিয়মিত সাহিত্য উপভোগ করতে পারবেন, লেখকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন, এবং নতুন প্রকাশনা ও আপডেটের খবর সঙ্গেই জানতে পারবেন।
পত্রিকা ও অ্যাপের প্রকাশের মাধ্যমে সাহিত্যনামা বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ ও ডিজিটালভাবে পৌঁছে দিতে চায় নতুন প্রজন্মের পাঠকের কাছে।
নিচে থেকে এক ক্লিকেই খুব সহজে পেয়ে যাবেন মোবাইল অ্যাপ এবং দ্বিতীয় সংখ্যার সফটকপি
Tags:
সম্পাদকীয়