![]() |
| শান্তির কাফেলা বাংলাদেশের নতুন আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব ফারদিন এবং প্রধান উপদেষ্টা সুমন (উপর থেকে নিচে ডানে এবং বামে) |
সাহিত্যনামার সহযোগী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শান্তির কাফেলা বাংলাদেশের নতুন আহ্বায়ক ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সম্প্রতি এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন মো. লতিফুর রহমান খান (ফারদিন)। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এহসান আহমেদ সাদী এবং আবু দাউদ হোসাইন।
উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ, লেখক এবং ব্যাংকার এম. আর. সুমন। উপদেষ্টা হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, ফাইয়াজ মুহম্মদ কৌশিক, মেরাজুল হাসান স্বরণ, মো. রিদওয়ান আল হাসান, সাদিয়া হোসাইন এবং সোমাইয়া জান্নাত।
উল্লেখ্য, 'সাম্য, ঐক্য, বিশ্বভ্রাতৃত্ব' স্লোগানে করোনাকালীন সময়ে শান্তির কাফেলা বাংলাদেশ মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, খাবার প্রদানসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীসময়ে অনলাইন-অফলাইন বিভিন্ন কর্মসূচি এবং প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ময়মনসিংহ বিভাগে ব্যাপক সাড়া ফেলে। সংগঠনের নীতিনির্ধারকদের মতে, নতুন কমিটির নেতৃত্বে শান্তির কাফেলার কার্যক্রম আরও বেগবান হবে।
শান্তির কাফেলা বাংলাদেশের ফেসবুক পেইজ: https://www.facebook.com/shantirkafelabd
ওয়েবসাইট: https://shantirkafela.blogspot.com/

