বিভ্রান্ত জোছনা - আব্দুল্লাহ্ আল মামুন

 এক হেমন্তের রাতের আকাশে অর্ধপূর্ণিমা,

তোমার হৃদয়-জলের মৃদু শীতল বায়ুতে আন্দোলিত কাশফুলের আড়ালে জোনাকির অসম নৃত্য,

তোমার রূপ-স্নিগ্ধতার সুদূর পরাহত উপমা।

 

দলছুট অনুভূতির ভুল গুলো যখন

আকাশের তারা হয়ে খসে পড়লো,

তোমার ধূসর-সাদা ছটাক কুন্ডলী মেঘের বাহন,

পরম মুক্তির কক্ষপথ হারালো।



এই বিভ্রান্ত ঋতুর বেদনায় আর্ত শিশুটির কান্নার সুর,

মানবীর হৃদয়ের শীতলতা,

এবার তবে স্বাদ, সাধ হারিয়েছে যে বায়ু

'ভালোবাসা' তার প্রধান সরলতা।

 

দুর্বল ভাষাজ্ঞানে ভাবের বিক্ষিপ্ত প্রকাশ

আর উন্মত্ত অনিয়মে 'স্বাধীনতা' নামক মেকি পতাকা হাতে,

প্রতিবার মরীচিকার তৃষ্ণা জুড়াও যে রুহে,

সেখানে আমার অশ্রু আবেদন নিষ্ফল,

তোমার অবোধ মোহের আঘাতে।

 

যে স্বপ্নের হাসি বুনতে চেয়েছি 

এক ফালি চাঁদের আলোয় আকাশের মাঠে,

সে ফলিত হাসির অপেক্ষা কেউ করেনি ইতিহাসে,

তুমিও করোনি,

তুমি, এক অন্য আলোর দিশারীর পথে, ভিন্ন পাঠে।

 

ভিন্ন কক্ষপথের বাহন কিংবা ধুমকেতুর পরিক্রমায়,

আবারও মরোণোত্তর সাক্ষাৎ হবে,

বোকাদের প্রেম আরও বোকা হবে,

আবার সে রাতের প্রতিটি নিকষ-বিন্দু সাক্ষী হবে,

বোকাদের চোখে প্রেমের নীল সমুদ্র জুড়ে

ফলিত হবে সেই অর্ধপূর্ণিমার বিভ্রান্ত জোছনা।

নবীনতর পূর্বতন