ঐ যে নদীর পাড়
সেখানে তাল গাছ আছে কিন্তু বাবুই নেই মরে গেছে, আছে শেয়াল শকুন!
ঐ যে কাশবন গুলো- ঠিক কাশবন নেই
হয়ে গেছে ঝোপঝাড়
ঐ যে মানুষ গুলো আড্ডা দিচ্ছে
আসলে আড্ডা নয় শুধু গোল হয়ে বসে থাকা,
হাতে মোবাইল চেপে সময় কাটানো
আর কিছু নয়।
ওরা দুজন, দুয়ের অধীক ওদের আড্ডা জমে না।
সেখানে তাল গাছ আছে কিন্তু বাবুই নেই মরে গেছে, আছে শেয়াল শকুন!
ঐ যে কাশবন গুলো- ঠিক কাশবন নেই
হয়ে গেছে ঝোপঝাড়
ঐ যে মানুষ গুলো আড্ডা দিচ্ছে
আসলে আড্ডা নয় শুধু গোল হয়ে বসে থাকা,
হাতে মোবাইল চেপে সময় কাটানো
আর কিছু নয়।
ওরা দুজন, দুয়ের অধীক ওদের আড্ডা জমে না।
ওরা প্রেমিক-প্রেমিকা বিয়ের আগেই ঘনিষ্ঠ হতে চায়।
আবার কেউ কেউ হাতের তালু কচলাচ্ছে
মুখ ভরে ধোঁয়া ছাড়ছে, ওদের আড্ডা বেশ জমে।
সময়ের স্রোতে সবকিছুই কেমন বদলে যাচ্ছে
একদিন ওরাও বলবে আমাদের সময় এগুলো ছিল না, আজ এগুলো কী দেখছি!
তবে কেউ কেউ একান্তই দিচ্ছে আড্ডা
যা দেখছি সবই ফিকে!
