![]() |
| কৃষিবিদ, লেখক, সরকারি ব্যাংক কর্মকর্তা এম. আর. সুমন |
আমি প্রতিদিন হেরে যাই
আমার আমি'র কাছে।
ঐ দিগন্তপানে চেয়ে দেখি জয়ী হওয়ার সম্ভাবনা কতটা কাছে?
দূর-থেকে দূরান্তে
চোখ যতটুকু দেখে তার চেয়েও কি দূরে?
-হৃদয়ের কাছে এতোটাই যে কাছে
হাত বাড়িয়ে ধরা যায় না!
~এম. আর. সুমন
('দু চার লাইনে' এলবাম থেকে)
Tags:
এম. আর. সুমন

