প্রভু ভুল ভেঙ্গে দাও।
যে ভুলে তোমারে ভুলে - হীরা ফেলে কাঁচ তুলে।
ভিখারী সেজেছি আমি
আমার সে ভুল প্রভু
তুমি ভেঙ্গে দাও।
প্রভু ভুল ভেঙ্গে দাও।
তুমি বিভু অন্তর্যামী - আমার প্রাণের স্বামী।
তুমি ভিন্ন এ জগতে
নাহি মোর কেউ
প্রভু ভুল ভেঙ্গে দাও।
সংসারের মায়া মোহে তোমারে ভুলিয়া।
যে ডেকেছে তারি পাশে - গেছি ছুটে উর্ধ্বশ্বাসে।
কে আপন কে বা পর
দেখিনি চাহিয়া।
সেই মারাত্বক ভুলে - তোমারে গিয়েছি ভুলে।
আমার সে ভুল প্রভু
তুমি ভেঙ্গে দাও।
ভাই ভগ্নি স্রুত দ্বারা - 'দূর দূর' করে তারা।
কেউ না জিজ্ঞাসে মোরে
দুটি কথা বলি।
দিন তো চলিয়া গেল -
কালো নিশি এলো এলো।
কে দিবে দেখায়ে পথ
যাব কোথা চলি।
চৌদিকে শত্রুর দল - করিতেছে কোলাহল।
আতংকে হৃদয় কাঁপে
সঙ্গে নাহি কেউ।
যে ভুলে তোমারে ভুলে - গিয়েছি মনের ভুলে।
আমার সে ভুল প্রভু
তুমি ভেঙ্গে দাও।
বাস্তব ছাড়িয়া আমি অবাস্তব পাছে।
ঘুরিয়াছি নিশি দিন - তবে মোর তনু ক্ষীণ।
তুমি ভিন্ন এ জগতে
কে আমার আছে?
তুমি আমার স্বামী - পথ ভ্রান্ত পাপী আমি।
হাতে ধরে প্রভু তুমি, কূলে তুলে নাও।
প্রভু ভুল ভেঙ্গে দাও.....
মহাকবি কায়কোবাদ (১৮৫৮-১৯৫২) প্রকৃত নাম কাজেম আলকোরেশী। বাঙালি মুসলমান সাহিত্যিকদের সাহিত্য সাধনার ইতিহাসে এক যুগান্তকারী নাম।
