নজরুলের নবীপ্রেম

হুযুরে পাক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর নিবেদন-


ইসলামের ওই সওদা লয়ে

এল নবীন সওদাগর।

বদনসিব আয়, আয় গুনাহ‍্‍গার,

নতুন করে সওদা কর॥

জীবন ভরে করলি লোকসান,

আজ হিসাব তার খতিয়ে নে,

বিনি মূলে দেয় বিলিয়ে

সে যে, বেহেশ‍্‍তি নজর॥

কোরানের ওই জাহাজ বোঝাই

হিরা মুক্তা পান্নাতে,

লুটে নে রে লুটে নে সব

ভরে তোল তোর শূন্য ঘর॥

কলেমার ওই কানাকড়ির

বদলে দেয় এই বণিক

শাফায়তের সাত রাজার ধন,

কে নিবি আয় ত্বরা কর॥

কিয়ামতের বাজারে ভাই

মুনাফা, যে চাও বহুত,

এই ব্যাপারীর হও খরিদার,

লও রে ইহার সিলমোহর॥

আরশ হতে পথ ভুলে এ

এল মদিনা শহর,

নামে মোবারক মোহাম্মদ,

পুঁজি আল্লাহু আকবর॥


য়তী পত্রিকার 'কার্তিক-পৌষ ১৩৩৮' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৫-৬ মাস।

নবীনতর পূর্বতন