বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই।
শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অবস্থিত জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম নেওয়া সুকুমার বড়ুয়া বাংলা ছড়ার এক নিরলস শ্রমিক ছিলেন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি শুরু করলেও, তাঁর আসল পরিচয় তৈরি হয়েছে ছড়ার ভেতর দিয়েই।
১৯৬৩ সালে তোপখানা রোডে মাত্র ছয় টাকায় একটি বেড়ার ঘর ভাড়া করে স্বাধীনভাবে লেখালেখির পথে হাঁটা শুরু করেছিলেন তিনি।
কচিকাঁচার আসর, খেলাঘর, মুকুলের মাহফিল এই নামগুলোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর দীর্ঘদিনের লেখা। প্রায় ছয় দশক ধরে ছড়া লিখে তিনি পরিচিত হয়েছেন ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’ এই সব নামে। তাঁর ছড়ায় যেমন ছিল হাসি আর ব্যঙ্গ, তেমনি ছিল নৈতিক বোধ, মুক্তিযুদ্ধের চেতনা আর সময়ের কথা।
১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসর নিলেও লেখালেখি থেকে তিনি কখনো অবসর নেননি। শব্দই ছিল তাঁর সঙ্গী, ছড়াই ছিল তাঁর ঠিকানা।
সাহিত্যনামা পরিবার এই মহান কীর্তিমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
