উপাখ্যান -আব্দুল্লাহ আল মামুন

 

যখন সৃষ্টির রহস্যে বিহ্বল বিষ্ময়ে আমি আত্মানুসন্ধায়ী,

যুগপৎ ঘটনায় বসন্তের ন্যায় তখন তোমার উপাখ্যান শুরু হয়,

আমায় ডেকেছিলে তুমি এক বিষণ্ণ পূর্ণিমার আলোয়,

তখনও হয়তো ভালোবাসা আবিষ্কার হয় নি,

অথবা জোনাকীরা অস্তিত্ব হারিয়ে,

বিলীন হয়েছিলো ভীষণ পূর্ণিমায় অথবা নিকষ অমাবস্যায়।

 

চাঁদের আলো-ছায়া অথবা মেঘের আড়ালে 

ভুল সাহসে তুমি আমায় হারালে

 

পূর্ববর্তী সকল বিশ্বপ্রেমিকদের চিরন্তন প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি আমি,

কোথাও পাইনি কিছু,

শুধু তোমার অস্তিত্ব সবত্র জানান দেয়,তুমিই সত্য।

 

আজও সন্ধান মেলেনি তোমার জোনাকিদের,

আজও সন্ধ্যা আসেনি খরতাপ রৌদ্রদুপুরের পরে,

সব জেনেও অপেক্ষায় তুমি এক অলীক মৃন্ময়,

এই তোমায় ঘিরে আমার এক সমুদ্র বিষ্ময়!

 

 

বিস্তৃত অন্তরীক্ষে স্মৃতির ছায়াচিত্র,

অবাস্তব পরমস্পরায় তোমার অবয়ব,

আহবানে ব্যাকুল অব্যাক্ত প্রেমপত্র!

অবাস্তবেও সেই পুরোনো পরিচিত প্রার্থনা সব,

নিকষ বিদীর্ণ নক্ষত্র।

নবীনতর পূর্বতন