নূরে মোহাম্মাদ-মো.রিদওয়ান আল হাসান

 যারা ব্যঙ্গস্বরে করতে চাও ম্লান আমার নবীর সম্মান।

জেনে রাখো,আমার নবীর কদমের স্থান তো  লা-মাকান!

যেখানে পৌঁছতে পারেনা কোনো ফেরেশতা,জ্বিন,ইনসান।

যাঁরে জগতসমূহের রহমত করে পাঠালেন স্বয়ং রহমান।



যাঁর বক্ষে নূরের ঝলকে আলোড়িত হয় শান্তি আর মানবতা,

যাঁর নামে দমিত হয় দরিয়ার কালো জলের কলুষতা,

যাঁর গানের সুর ধরে মাখলুকাত লিখে সত্যের কথকতা,

প্রার্থনা;তাঁরে দেখেই যেনো হয় আমার অনন্ত মহাযাত্রা।

নবীনতর পূর্বতন